১১ এপ্রিল ১৯৭১ নিয়াজির দায়িত্ব গ্রহন
২৫শে মার্চ পরবর্তী এক সপ্তাহের কর্মকাণ্ডে পাকিস্তানি জান্তা গোষ্টী টিক্কা খানের উপর খুশী হতে পারেনি। তাই তার পরিবর্তে সামরিক কমান্ডে আরেকজন দেয়ার চেষ্টা চলে প্রথমে পাঠানোর কথা ছিল ৭ কোরের লে জেনারেল শের বাহাদুর কে তিনি রাজি হলেন না। একে একে সকল লে জেনারেল এই দায়িত্ব নিতে অপারগ হলেন। তাই জুনিয়র নিয়াজি কে অফার করা মাত্র সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। মেজর জেনারেল নিয়াজিকে লেঃ জেনাঃ পদে উন্নীত করে বাঙালিদের নিশ্চিহ্ন করার জন্য ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব দিয়ে টিক্কা খানের জায়গায় পাঠানো হল।
৪ এপ্রিল নিয়াজি ঢাকায় এলেন। টিক্কা খান মনঃক্ষুণ্ন হলেও ১১ এপ্রিল নিয়াজির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।