You dont have javascript enabled! Please enable it! 1972.01.12 | ১২ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবুর রহমান সচিবালয়ে প্রথম অফিস করেন - সংগ্রামের নোটবুক

১২ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিব

ইয়াহিয়া খান যে ভবনটি প্রেসিডেন্ট হাউজ হিসাবে ব্যাবহার করতেন সে ভবনটি প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে রুপান্তর করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আবাসন হলেও তিনি তার ধান মণ্ডির ৩২ নম্বরের বাসভবনে থাকবেন। বাড়ীটি বর্তমানে মেরামত চলছে। সেটি আবাস উপযোগী না হওয়া পর্যন্ত তিনি ভাড়া বাসায় উঠছেন। ধানমণ্ডি ১৮নং সড়কের যে বাড়িতে তার পরিবার আটক ছিল সেটার পাশের দ্বিতল বাড়ীটি ভাড়া নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সচিবালয়ে প্রথম অফিস করেন। উৎসাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে অফিস ফটকে স্বাগত জানান। প্রথম দিনে তিনি মন্ত্রীসভার এক বৈঠকে অংশ নেন। সাংবাদিক ও ভারতীয় সৈন্যদের একটি দল শেখ মুজিবের সাথে দেখা করেছেন।