You dont have javascript enabled! Please enable it! 1971.01.12 | আফ্র এশিয়া সম্মেলনে বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

১২ জানুয়ারী ১৯৭২ঃ আফ্র এশিয়া সম্মেলনে বাংলাদেশ

বাংলাদেশকে কয়েকটি দেশ স্বীকৃতি দেয়ায় আফ্র এশিয়ান সম্মেলনে আগত কয়েকটি দেশের প্রতিনিধি বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। ৫ ঘণ্টা বিতর্কের পর বাংলাদেশে বিগত ৯ মাস সময়ে ঘটনা প্রবাহের উপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রেরনে বাংলাদেশ সম্মতি দিলে ৬৩ সদস্য বিশিষ্ট পরিষদের মধ্যে বিভক্তি দেখা দেয়। বাংলাদেশকে সম্মেলনের ভারত ছাড়া কেউ স্বীকৃতি না দিলেও বাংলাদেশের পক্ষে অধিকাংশ সদস্য এর সমর্থন পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে। বাংলাদেশ পূর্ণ সদস্য না হলেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের বৈঠকে বাংলাদেশকে আমন্ত্রন জানানো হয়। আরব রাষ্ট্র গুলোর বিরোধিতা না থাকলে এ সম্মেলনেই বাংলাদেশের পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়ার সম্ভাবনা ছিল। মধ্যপ্রাচ্য এর লেবানন বাংলাদেশের পক্ষেই অবস্থান নিয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের বাহিরে ভারতের প্রতিনিধি বাংলাদেশের পক্ষে জোরালো ভুমিকা নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ তার বক্তব্য এ বাংলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানান। বাংলাদেশ দলনেতা মোল্লা জালাল উদ্দিন পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে বিচ্ছিন্নতাবাদী আন্দলন বলা সত্য এর অপলাপ মাত্র। তিনি বলেন এটি ছিল পাকিস্তানী শোষণকারীদের বিরুদ্ধে একটি জাতীয় মুক্তি আন্দোলন। তিনি বলেন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্ব রাজনীতিতে কঠোর আঘাত হেনেছে। তিনি মার্কিন সাম্রাজ্যবাদের সাথে হাত মেলানো এবং পাকিস্তানের সামরিক জান্তার পক্ষালবন করার জন্য চীনের সমালোচনা করেন।