You dont have javascript enabled! Please enable it! 1972.01.12 | লাহোরে ভূট্টোর মুখপাত্র বলেন - সংগ্রামের নোটবুক

১২ জানুয়ারী ১৯৭২ঃ লাহোরে ভূট্টোর মুখপাত্র বলেন

লাহোরে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো এর একজন প্রেস সচিব গতকাল রেসকোর্সে শেখ মুজিবের ভাষণের জবাবে বলেন এটাই শেখ এর শেষ কথা নয় আমরা এখনও বিশ্বাস করি উপযুক্ত সময়ে দুই নেতার কোন আলোচনায় একটি ঐক্যমতে পৌছা সম্ভব। তিনি বলেন তার প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন যতদিন সেখানে ভারতীয় সৈন্য অবস্থান করছে ততদিন দুজনের মধ্যে কোন অর্থবহ আলোচনা সম্ভব নহে। প্রেস সচিব বলেছেন শীঘ্রই সংসদের অধিবেশন আহবান করার দাবী প্রসঙ্গে বলেন সংসদ আহবানকে পিপিপি ভয় পায়না কারন সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তিনি বলেন এখনই সংসদ ডাকা মানে বিরোধীয় বাংলাদেশকে স্বীকৃতি দেয়া। বাংলাদেশকে এখনও কোন ব্রিহত দেশ স্বীকৃতি দেয়নি। তিনি বলেন প্রেসিডেন্ট প্রয়োজনের একদিনের বেশী সামরিক আইন জারী রাখার পক্ষপাতী নন।