You dont have javascript enabled! Please enable it! আনােয়ারুল হক খান, সিএসপি | মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা - সংগ্রামের নোটবুক

আনােয়ারুল হক খান, সিএসপি

শওকত ওসমান তার পূর্বোক্ত গ্রন্থভুক্ত স্মৃতিকথায় আরও লিখেছেন (১৯৭১/১৩ই সেপ্টেম্বর ‘৭১): “আমার কাছে ব্যক্তিগত পর্যায়ে একটি ঘটনা বড় আনন্দদায়ক। আমার খালু আনােয়ারুল হক খান প্রাক্তন সিএসপি অফিসার। এখন অবিশ্যি মুক্তিযােদ্ধা। আগে বাণিজ্য বিভাগের উপসচিব ছিল। বাংলাদেশ সরকার আজ ওকে সচিবের মর্যাদায় উন্নীত করেছে।..প্রগতিশীল চিন্তার আলােড়নে আলােড়িত।

দেশপ্রেমিক সুদর্শন এই তরুণ জাতিগঠনের সুযােগ্য স্থপতি হবে, তা বিনা পক্ষপাতে বলা যায়।”৭৮ পরে আনােয়ারুল হক খান প্রবাসী মুজিবনগর সরকারের তথ্য সচিব হয়েছিলেন এবং জনসংযােগের মূল ভূমিকা পালন করেছিলেন।

Reference: মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা