You dont have javascript enabled! Please enable it!

১১ জানুয়ারী ১৯৭২ঃ ঢাকায় নির্যাজিত মহিলাদের পক্ষে সমাবেশ।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মহিলা সমাবেশে এক লিখিত পুস্তিকায় বাংলাদেশে বিগত ৯ মাসে পাক হানাদার দারা মহিলা নির্যাতনের তদন্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মহিলা প্রতিনিধি সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের আহবান জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন বেগম সুফিয়া কামাল। সমাবেশে অন্যতম বক্তা ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী বলেন ৩০ লক্ষ লোকের রক্ত আর হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এ সংগ্রাম যেমনি আনন্দের তেমনি বেদনার। তিনি বলেন বাংলার (দালাল বেতিত) এমন কোন পরিবার নেই যে পরিবার এ সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়নি। এ সংগ্রামে এক কোটি লোক সহায় সম্বলহীন হয়েছে। তাদের পুনর্বাসনের দায়িত্ব আমাদের নিতে হবে। তিনি অভিমত প্রকাশ করেন যে সরকারের পক্ষে এই এক কোটি লোকের পুনর্বাসন সম্ভব নহে। তিনি বলেন নির্যাজিত মেয়েদের বীরাঙ্গনা আখ্যায়িত করাই যথেষ্ট নয়। তিনি এ সকল মেয়েদের সমাজে পুনর্বাসিত না হওয়া পর্যন্ত দায়িত্ব গ্রহনের আহ্বান জানান। এ সকল মেয়েদের অনেকেই অন্তঃসত্ত্বা। তাদের সন্তান সুস্থ নাগরিক না হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব নেয়া উচিত নয়ত এ সন্তান দেশকে ঘৃণা করতে শিখবে। অপর বক্তা মমতা হেনা ভারতে আশ্রয় গ্রহণকারী মা বোনদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। মহিলা পরিষদের মালেকা বেগম বাংলাদেশ পুনর্গঠনে তার সংস্থার সর্বাত্মক সহায়তার ঘোষণা দেন। নুরজাহান কাদের সকল মহিলাকে ধর্মীয় গোঁড়ামি পরিহারের আহবান জানান। সভা শেষে মহিলাদের একটি মিছিল শহরের রাজপথ প্রদক্ষিণ করে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!