You dont have javascript enabled! Please enable it! 1972.01.11 | কুমিল্লায় ১৪০০ দালাল গ্রেফতার - সংগ্রামের নোটবুক

১১ জানুয়ারী ১৯৭২ঃ কুমিল্লায় ১৪০০ দালাল গ্রেফতার

কুমিল্লা জেলা কারাগারে পাক বাহিনীর দোসর ১৪০০ দালাল বন্দী করা হয়েছে। শান্তি কমিটির কেন্দ্রীয় কমিটিতে এ জেলার নেতার প্রাধান্য ছিল। তবে শীর্ষ কোন দোসর আটক হননি। যারা আটক হয়েছেন তাদের মধ্যে আছেন এমএনএ আজিজুর রহমান, এমপিএ নুরুল ইসলাম খান, আলি আকবর, প্রাক্তন মন্ত্রী পিডিপি নেতা রমিজ উদ্দিন আহমেদ, এমপিএ নুরুদ্দিন মাহমুদ, আব্দুল হক কন্ট্রাক্টর, এডভোকেট আব্দুল গনি মুন্সী, পিপি এমএ করিম, এডভোকেট শরাফত আলী, এডভোকেট আলী ইমাম, এডভোকেট এজেডএম মোরশেদ, এডভোকেট বজলুর রহমান, অধ্যাপক মোরসেদুজ্জামান অধ্যাপক মফিজুল ইসলাম, ময়নামতি টেক্সটাইলের মালিক এমএ সামাদ, সৈয়দ বোরহান উদ্দিন আহমেদ, সাবেক এমপিএ সুলতান আহমেদ, আব্দুল মতিন কন্ট্রাক্টর, সৈয়দ মোবাসশর আলী কন্ট্রাক্টর, এম এইচ চৌধুরী পরিচালক ইস্টার্ন মার্কেনটাইল ব্যাঙ্ক, সৈয়দ আজিজুর রহমান লালবাগ, নজীর আহমেদ, চাদপুরের এমএনএ ও মহকুমা শান্তি কমিটি সভাপতি/ সাধারন সম্পাদক সাজেদুল হক মোক্তার অন্যতম।