You dont have javascript enabled! Please enable it! 1972.01.09 | ৯ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন আকাশবাণী বাংলাদেশ বেতার সরাসরি ধারাভাষ্য প্রদান করিবে - সংগ্রামের নোটবুক

৯ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন আকাশবাণী বাংলাদেশ বেতার সরাসরি ধারাভাষ্য প্রদান করিবে।

১০ জানুয়ারী শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিনে সকাল সাড়ে ৮টা থেকে আকাশবাণী বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজিতে সরাসরি ধারাভাষ্য প্রচার করিবে। এ উপলক্ষে সকল কুশলী এবং প্রকৌশল কর্মকর্তারা ঢাকা এসে পৌঁছেছেন। বাংলায় ধারা ভাষ্য প্রদান করবেন দেব দুলাল বন্দোপাধ্যয় ইংরেজি ধারাভাষ্য দিবেন সারেন্ডার অনুষ্ঠান সম্প্রচারকারী দিল্লির সুরোজিত সেন (ইংরেজি), হিন্দিতে ধারাভাষ্য দিবেন প্রখ্যাত ক্রীড়া ও প্রজাতন্ত্র দিবস ধারাভাষ্যকার যশদেব সিং (পদ্মভূষণ) আর উর্দুতে ধারাভাষ্য দিবেন কে কে নায়ার। বাংলাদেশ বেতারও সরাসরি ধারাভাষ্য দিবে। বাংলাদেশ বেতার তেজগাঁ বিমানবন্দর সংলগ্ন একটি বিল্ডিংয়ের ছাদে তাদের সম্প্রচার বুথ স্থাপন করেছেন। ধারাভাষ্য দিবেন কেজি মুস্তফা, আশরাফুল আলম উপস্থিত থাকবেন এম আর আখতার মুকুল। বাংলাদেশ বেতার রেসকোর্স থেকেও ধারাভাষ্য দিবে।