You dont have javascript enabled! Please enable it! 1972.01.08 | ৮ জানুয়ারী ১৯৭২ঃ ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবের টেলিফোন আলাপ - সংগ্রামের নোটবুক

৮ জানুয়ারী ১৯৭২ঃ ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবের টেলিফোন আলাপ

লন্ডন পৌছেই শেখ মুজিব টেলিফোনে ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেন। ইন্দিরা গান্ধী এ সময়ে লখনউ সফরে ছিলেন। তিনি জনসভায় ভাষণ দেয়া কালীন সময়েই দিল্লীর রাজভবনে শেখ মুজিবের ফোন আসে। তিনি ইন্দিরা গান্ধীকে বলেন আপনার জন্যই বাংলাদেশ আজ স্বাধীন। শেখ মুজিবের টেলিফোনের জবাবে ইন্দিরা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ায় ধর্মীয় কারনে ভারত বিভক্তির ভুল আজ সংশোধিত হল। তিনি শেখ মুজিবকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনি জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্ভূত এ সময় শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে ভারত সফরের আমন্ত্রন জানান।