You dont have javascript enabled! Please enable it! 1972.01.08 | ৮ জানুয়ারী ১৯৭২ (বিকেল)ঃ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে শেখ মুজিবের সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

৮ জানুয়ারী ১৯৭২ (বিকেল)ঃ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে শেখ মুজিবের সাক্ষাৎ

ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছিলেন লন্ডনে। শুধুমাত্র শেখ মুজিবের জন্য। তিনি ঐতিহাসিক এ ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করে গর্বিত হতে চেয়েছিলেন। খুব তড়িৎ গতিতে বাংলাদেশ মিশন কর্মকর্তারা এবং প্রটোকলের দায়িত্ব পালনকারী সাদারলেন্ড উভয়ের এই বৈঠক এর সময় নির্ধারণ করে ফেলেন। বিকেল ৫টায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিথের সাথে বৈঠকে মিলিত হন শেখ মুজিব। বৈঠক শেষে যাবতীয় রীতি উপেক্ষা করে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ শেখ মুজিবকে বহন করা গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না শেখ মুজিব গাড়িতে ওঠেন। এ পর্যায়ে শেখ মুজিব ব্রিটিশ সরকারের দেয়া গাড়ী ব্যাবহার করেন।
এডওয়ার্ড হিথের শেখ মুজিবকে দে‌ওয়া সম্মান নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন, উত্তরে হিথ বলেছিলেন, ‘আমি জানি কাকে সম্মান জানাচ্ছি, তিনি হচ্ছেন একটি জাতির মুক্তিদাতা মহান বীর। তাঁকে এই সম্মান প্রদর্শন করতে পেরে বরং আমরাই সম্মানিত হয়েছি। দুদিন পর হিথকে এ সাক্ষাতের কারন ব্যাখ্যা করে নিক্সনকে পত্র দিতে হয়েছিল।
নোটঃ এ সন্মান দেয়ার জের এবং বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য পরে অবশ্য পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করে।