৮ জানুয়ারী ১৯৭২ঃ দিল্লীতে আব্দুস সামাদ আজাদ ও সরণ সিং
ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ আজ ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী মইনুল হকের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আধা ঘণ্টা সময় কাটান। পরে তার অশোকা হোটেল স্যুটে চেকোস্লভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, মঙ্গোলিয়া এবং মরিশাসের রাষ্ট্রদুত গন দেখা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরণ সিং বলেছেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এ বাংলাদেশ উত্তরোত্তর সমৃদ্ধশালী দেশে পরিনত হবে। তিনি বলেন বাংলাদেশের জাতির পিতার মুক্তিতে ভারত খুব আনন্দিত। বাংলাদেশ এখন বাস্তব সত্য। সরকার কাজ শুরু করার পর ঢাকার পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে।