৭ জানুয়ারি ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তির প্রক্রিয়া সমাপ্ত
শেখ মুজিবের মুক্তির সকল প্রক্রিয়া সমাপ্ত করা হয়। শেখ মুজিবকে কোথায় পৌঁছে দেয়া হবে সেটাই নির্ধারণ বাকি। হরিপুর কারাগার থেকে ডঃ কামালকে সিহালা রেস্ট হাউজে আনা হয়েছে। বাংলাদেশ সরকারের ভাড়া করা চার্টার্ড বিমান মুম্বাই এ প্রস্তুত তবে পাকিস্তান সরকার বিমানকে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেয়নি। রেডক্রসের প্রতিনিধিও শেখ মুজিবের সাথে সাক্ষাত করতে পারেননি। রেডক্রসের বা জাতিসঙ্ঘের বিমানে তিনি ফেরত আসছেন না। জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবের সাথে শেষ বারের মত সাক্ষাত করেছেন। তিনি শেখ মুজিবকে হাত খরচের জন্য ৫০০০০ ডলার পকেট মানি অফার করলে শেখ মুজিব তা প্রত্যাখ্যান করেন। রাওালপিণ্ডির চাকলালা বিমানবন্দর শেখ মুজিবের বিদায়ের জন্য প্রস্তুত। জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবকে তেহরান পাঠাতে চেয়েছিলেন কিন্তু শেখ মুজিব এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।