You dont have javascript enabled! Please enable it! 1972.01.07 | আব্দুস সামাদ আজাদ - সংগ্রামের নোটবুক

৭ জানুয়ারী ১৯৭২ঃ আব্দুস সামাদ আজাদ

নয়াদিল্লীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ আজ সোভিয়েত ইউনিয়ন এর রাষ্ট্রদূত, পূর্ব জার্মানি এর কন্সাল জেনারেল, ভুটানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। আলোচনার ফলশ্রুতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে জানানো হয়। ভারত সফররত পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথেও সামাদ আজাদ বৈঠক করেছেন। এর আগের দিন সামাদ আজাদ চেকোস্লভিয়া, হাংগেরি, পোল্যান্ড, মঙ্গোলিয়া, বুলগেরিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেন। পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান কতিপয় শক্তি এখনও বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত।