৭ জানুয়ারী ১৯৭২ঃ আব্দুর রাজ্জাক
গ্রাম রক্ষীবাহিনী প্রধান আব্দুর রাজ্জাক নিজ দপ্তরে তার বাহিনীর থানা ও ইউনিয়ন প্রধান এবং পুলিশ কর্মকর্তাদের এক সভায় বলেন আইন শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠায় তাদের কঠোর শ্রম দেয়ার আহবান জানিয়ে বলেন এতে বঙ্গবন্ধুর মুক্তি প্রক্রিয়া দ্রুততর হবে। আর এ কাজে দুই বাহিনীকে পরস্পরের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে। তিনি মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর ভুমিকা শ্রদ্ধার সাথে স্মরন করেন। ঢাকার এসপি সভায় বলেন তার বাহিনী গ্রাম রক্ষী বাহিনীকে যাবতীয় সহযোগিতা করে যাবে। সভায় সিদ্ধান্ত হয় যে দুই বাহিনীর কাজ মনিটরিং করার জন্য প্রতি থানায় নিয়ন্ত্রন কক্ষ স্থাপন করা হবে যাতে দুই বাহিনীর প্রতিনিধিত্ব থাকবে।