৭ জানুয়ারী ১৯৭২ঃ সোভিয়েত ইউনিয়ন
সোভিয়েত ইউনিয়নের ঢাকাস্থ কন্সাল জেনারেল ভিএফ পোপভ প্রধানমন্ত্রী তাজউদ্দীনের সাথে সাক্ষাৎ করে তার দেশের প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি এবং প্রধানমন্ত্রী এলেক্সি কোসিগিনের বার্তা পৌঁছে দেন। বার্তায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করায় বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানানো হয়। বার্তায় আশা প্রকাশ করা হয় ভবিষ্যতে দুদেশের মধ্যে গভীর বন্ধুত্ব সৃষ্টি হবে। কন্সাল জেনারেল বাংলাদেশকে খুব শীঘ্রই স্বীকৃতি দেয়া হবে বলে আভাষ প্রদান করেন। প্রতি উত্তরে তাজউদ্দীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার দেশের সাহায্যের জন্য সোভিয়েত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন দু দেশের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।