You dont have javascript enabled! Please enable it! 1972.01.07 | ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিটিং - সংগ্রামের নোটবুক

৭ জানুয়ারী ১৯৭২ঃ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিটিং

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং পাকিস্তান কতৃক বাংলাদেশে গণহত্যা সম্পর্কেমার্কিন প্রশাসনকে আগেই জানিয়েছিলেন। এর পর তিনি ভবিষ্যৎবানী করেছিলেন একীভূত পাকিস্তানের দিন শেষ হয়ে গেছে। তিনি এপ্রিলেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রজার্সকে এক তারবার্তায় সে সংবাদ দিয়েছিলেন। ওয়াশিংটন পোস্ট কিটিং এর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করে। ওয়াশিংটন পোস্ট লিখেছে কিটিং তার মনোভাব ১০-১২ বার মন্ত্রীকে জানিয়েছিলেন। কিটিং ২৫-২৬ মার্চের কথা বলেননি বলেছিলেন পরবর্তী হত্যাযজ্ঞ সম্পর্কে এবং এ ব্যাপারে মার্কিন নীতি পরিবর্তনের জন্য তার দেশকে বলেছিলেন। ডিসেম্বরে পাক ভারত যুদ্ধ নিয়ে কতক গোপন সভার কার্যবিবরণী বেল মেকলিউর পত্রিকা গ্রুপের হস্তগত হয়। ওয়াশিংটন পোস্ট মেকলিউর পত্রিকার এর তথ্য ব্যাবহার করেছে। কিটিং তার প্রশাসনকে বলেছিলেন ভারত এ এলাকার একটি শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সীমিত সম্পদ ও বহুবিধ সমস্যায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তারা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সব সময় বাংলাদেশে সামরিক নিবর্তনের বিরুদ্ধে ছিলেন এবং বন্ধ করার জন্য তার দেশকে প্ররোচিত করতেন। কিটিং শেখ মুজিবের মুক্তির জন্যও মার্কিন প্রচেষ্টা নেয়ার জন্য প্রভাব বিস্তার করেছিলেন। তিনি এও বলেছিলেন পাকিস্তানকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের সুনাম খুন্ন হচ্ছে।