You dont have javascript enabled! Please enable it! 1972.01.07 | বাংলাদেশ প্রশ্নে ইন্দিরা গান্ধী - সংগ্রামের নোটবুক

৭ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশ প্রশ্নে ইন্দিরা গান্ধী

দিল্লীর স্পোর্টস গ্রাউনড মাঠে এক সমাবেশে ইন্দিরা গান্ধী বলেন কতিপয় বিদেশী রাষ্ট্রের বাংলাদেশের সাথে ভারতের ভুল বুঝাবুঝির একটি পরিস্থিতি তৈরির জন্য একতরফা প্রচার সত্ত্বেও তার দেশ শান্তি গনতন্ত্র ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে যাবে। তিনি বলেন আমরা কখনও অন্য এর সমালোচনা প্রশংসা নিন্দার পরোয়া করিনি। কারন আমাদের বিশ্বাস আমাদের অনুসৃত নীতি শুধু ভারত উপমহাদেশে নহে সমগ্র বিশ্ব শান্তির অনুকুল। তিনি বলেন কতিপয় বিদেশী রাষ্ট্র বিহারী হত্যা বিহারীদের খাদ্য থেকে বঞ্চিত করার কাল্পনিক প্রচার শুরু করেছে। তিনি বলেন তিনি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কথা বলেছেন তারা তাকে জানিয়েছে এসকল সংবাদ মিথ্যা। তিনি বলেন যে সকল রাষ্ট্র বাংলাদেশে দীর্ঘ ৯ মাসে লাখ লাখ লোকের হত্যাযজ্ঞে একটু টু শব্দ করেনি তারা এখন বিহারী হত্যা বা তাদের খাদ্য সরবরাহ থেকে বঞ্চিত করার মিথ্যা গল্প প্রচার করে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তিনি বলেন এসব তৎপরতা সফল হবে না। তিনি সকলকে যুদ্ধকালীন ঐক্য বজায় রাখার আহবান জানান। পাক ভারত যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন ভারতের নিরপেক্ষ ভুমিকার কারনেই জয় এসেছে। তিনি বলেন পাকিস্তানের ধর্মের নামে ধোঁকাবাজি অচল প্রমানিত হয়েছে।