You dont have javascript enabled! Please enable it! 1972.01.07 | দালাল আটক - সংগ্রামের নোটবুক

৭ জানুয়ারী ১৯৭২ঃ দালাল আটক

মহিলা রাজাকার আটক

জরিনা নামে এক কুখ্যাত পাক দোসরকে আটক করেছে ২ নং সেক্টরের সিদ্দিক বাজার গেরিলা গ্রুপ। তাকে গ্রেফতারের সময় এসোসিয়েট প্রেস ফটো সাংবাদিক তাদের সাথে ছিল। এই মহিলা দালাল পাক সেনাবাহিনীর কিছু অফিসারকে মেয়ে সরবরাহ করত এবং মুক্তিবাহিনীর তথ্য সমুহ তাদের কাছে পাচার করত। মেয়ে সরবরাহ ছাড়াও সে অনেক মেয়ের খবর পাকবাহিনীকে দিত ফলে পরে পাকবাহিনী তাদের উঠিয়ে নিয়ে যেত।

দালাল দেহপসারনীকে খুজছে মুক্তিবাহিনী

সৈয়দা জাহানারা জানু নামে গোপীবাগের এক দেহপসারনীকে খুজছে মুক্তিবাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ সে এবং তার কয়েকজন সহযোগী পাক উচ্চপদস্থও সেনা কর্মকর্তাদের মনোরঞ্জন করত। তার খদ্দেরের তালিকায় ছিল রাও ফরমান আলী, কর্নেল পরে ব্রিগেডিয়ার সাদউল্লাহ (২৭ ব্রিগেড, ব্রাহ্মণবাড়িয়া), লেঃ কঃ বশারত, লেঃ কঃ সুলতান (৩১ বালুচ জামালপুর), মেজর সরদার খান, ক্যাপ্টেন শরীফ খান। তার গ্রামের বাড়ী নেত্রকোনায়। থাকতো তার বোনের সাথে। গোপীবাগে আস্তানা হলেও নিরাপত্তার স্বার্থে সে স্থান পরিবর্তন করেছিল। দেশ স্বাধীনের পর তার সাথেও তার ভগ্নীপতি প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তাও উধাও হয়ে গেছেন।