You dont have javascript enabled! Please enable it! 1972.01.12 | ১৯৭২ সালের ১২ জানুয়ারীর খবর - শেখ মুজিব ভাড়া বাসায় উঠেছেন। - সংগ্রামের নোটবুক

১৯৭২ সালের ১২ জানুয়ারীর খবর – শেখ মুজিব ভাড়া বাসায় উঠেছেন।

১৯৭২ সালের ১২ জানুয়ারী দৈনিক বাংলা ও অবজারভার এ প্রকাশিত ১০ ও ১১ জানুয়ারী এর আরও খবর
শেখ মুজিব ভাড়া বাসায় উঠেছেন। ধান মণ্ডি ১৮ নং সড়কের যে বাড়িতে তার পরিবার আটক ছিল সেটার পাশের বাসাটি ভাড়া নেয়া হয়েছে ।কাজী জাফর , রাশেদ খান মেনন শেখ মুজিবের সাথে দেখা করেছেন ।রাওালপিণ্ডি আওয়ামী লীগ সভাপতি এ আর এস দোহা (জাতীয় পার্টি মন্ত্রী) শেখ মুজিবের সাথে দেখা করেছেন ।জনাব দোহা পাকিস্তানের মিয়াওালি কারাগারে শেখ মুজিবের সাথে আটক ছিলেন ।তিনি আগেই মুক্তি পেয়েছিলেন ।সাংবাদিক ও ভারতীয় সৈন্যদের একটি দল শেখ মুজিবের সাথে দেখা করেছেন। শেখ মুজিবের প্রথম কেবিনেট বৈঠক অনুষ্ঠিত । অস্থায়ী শাসনতন্ত্র আদেশ জারি এর ফলে জাতীয় ও প্রাদেশিক উভয় পরিষদ নিয়ে সাংবিধানিক পরিষদ গঠিত ।সাবেক নির্বাচন কমিশনার ও বিচার পতি সায়েম প্রধান বিচারপতি নিযুক্ত ।১৫ লাখ শরণার্থী দেশে ফিরেছেন । ডাক টিকেট ডিজাইনের জন্য কমিটি গঠিত ।পাকিস্তান তেহরিক ইস্তেকলাল নেতা এয়ার ভাইস মার্শাল আজগর খান বাংলাদেশ কে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহবান জানান ।