You dont have javascript enabled! Please enable it!

৯ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের লন্ডন যাওয়ার কারন

লন্ডন থেকে সুন্দর কাবাদি, যুগান্তর, কলকাতা

শেখ মুজিবের বন্দী হিসেবে ঢাকায় যাওয়ার বদলে লন্ডনে না এসে উপায় ছিল না। তিনি সরাসরি ঢাকা যেতে চেয়েছিলেন কিন্তু ভুটটো তাতে রাজি হননি। ভুটটো মুজিবকে ভারতে যেতেও দেননি। ভুটটোর পছন্দ ছিল তেহরান নয় ইস্তাম্বুল। কিন্তু মুজিব তাতে রাজি হননি। মুজিব তখন তার মুক্তি প্রত্যাখ্যান করে জেলেই অবস্থানের সিদ্ধান্ত নেন। ভুটটো তাৎক্ষনিক মুজিবকে লন্ডন যাওয়ার প্রস্তাব দিলে মুজিব তা গ্রহন করেন। লন্ডনে ব্রিটিশ সরকার তাকে ৪০ বছর আগে গান্ধীজির মতোই সম্মান প্রদান করেন। ব্রিটিশ সরকারের মুখপাত্র বলেছেন শেখ মুজিব রাষ্ট্রীয় অতিথি নন তা সত্ত্বেও তাকে স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানের অনুরূপ প্রটোকল দেয়া হয়েছে। মুজিব লন্ডনে অনেকের কাছেই বলেছেন তিনি পালাতে পারতেন বা জাপানী উপদুতাবাসে আশ্রয় নিতে পারতেন। তিনি জনগনের আগে নিজের জীবন বিসর্জনের জন্য পাকিস্তানের কাছে ধরা দিয়েছিলেন। বাংলাদেশে ভারতীয় সৈন্য এর উপস্থিতির ব্যাপারে তিনি অন্যদের নাক গলাতে নিষেধ করেছেন এটা দুই দেশের নিজস্ব বিষয়।