৭ এপ্রিল ১৯৭১
মেজর জেনারেল (অব) নরিন্দর সিংহ
মেজর জেনারেল নরিন্দর সিংহ ১৯৭১ সালের ৫ এপ্রিল থেকে জেনারেল ওসমানী কলকাতা না আসা পর্যন্ত প্রবাসী বাংলাদেশ সরকারের সামরিক উপদেষ্টা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের ১৫ তম খণ্ডে ব্যারিস্টার আমিরুল ইসলামের স্মৃতিচারণে এবং তাজউদ্দীনের ডায়েরীতে তার নাম ভুলে নগেন্দ্র সিংহ বলা হয়েছে। ১৯৭১ এর এই সময়ে তিনি আর্মি থেকে অবসর নিয়ে চুক্তি ভিত্তিক বিএসএফ এর আইজি (অপারেশন) পদে কর্মরত ছিলেন। ১৯৬৫ সনের ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি সেনা বাহিনীর ডিজি (মিলিটারি অপারেশন) ছিলেন। তিনি ১৯৪২ সনে ৮ কেভেলরিতে কমিশন পান। তিনি লাদাখে ১৬৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডে কম্যান্ডার এবং শ্রীনগরে ১৯ পদাতিক দিভিশনের জিওসি ছিলেন। বাংলাদেশ স্বাধীনের পর তিনি কাশ্মীরে আইজি বিএসএফ ছিলেন।