৭ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে আলোচনার জন্য ভূট্টো রাওয়ালপিন্ডি এসেছেন।
শেখ মুজিবের সাথে আলোচনার জন্য ভূট্টো লারকানা থেকে রাওয়ালপিন্ডি আসলে জনতা ভূট্টো বিরোধী স্লোগান দেয়। রাওয়ালপিন্ডিতে রওানার আগে লারকানায় ভূট্টো বলেছেন আলোচনার জন্য তিনি ঢাকা যেতেও রাজি আছেন। এদিকে কলকাতায় অথেকে সংবাদ সংস্থা ইউএনআই বলেছে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী বলেছেন ভূট্টোকে বাংলাদেশে পা দেয়ার সুযোগ দেয়া হবে না।