৬ জানুয়ারী ১৯৭২ঃ সশস্র বাহিনীর সদস্যরা নাম রেজিস্ট্রি করছেন।
সরকারের ঘোষণা অনুযায়ী সামরিক বাহিনীর যে সকল সদস্য তাদের হাতে বন্দী ছিলেন বা চাকুরী এড়িয়ে পলাতক ছিলেন তাদের কাজে যোগদানের জন্য সশস্র বাহিনী রিক্রুট কেন্দ্র এবং সশস্র বাহিনী বোর্ডে যোগাযোগ করে নিবন্ধন করতে বলা হলে দুটি অফিসে ব্যাপক ভীড় জমে। কয়েকদিন টানা রেজিস্ট্রির পর তারা সাময়িক ভাবে রেজিস্ট্রেশন বন্ধ রেখেছেন। রেজিস্ট্রেশনের ফর্মে ১৪ দিনের যুদ্ধে তাদের ভুমিকা কি ছিল তার জন্য একটি অংশ ছিল। রেজিস্ট্রেশন কর্মকর্তারা তাদের জেরাও করেন। এখান থেকে তাদের পরে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হচ্ছে। ট্রানজিট ক্যাম্পে তাদের যাচাই বাছাই শেষে কর্মস্থলে পাঠানো হচ্ছে। বেসামরিক চাকুরীর জন্য বেকার যুবকেরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এ ভীড় করছে তাদের খুব কম অংশই কে সরকার চাকুরী দিতে পারবে ৯ মাসের যুদ্ধে বেশীরভাগ কারখানাই বন্ধ আছে।