খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ঠাকুরগাঁও
দীঘির পাড়েই রয়েছে মুক্তিযুদ্ধে শহীদরে স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবস, বিজয় দিবসে ওই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় রাণীশংকৈলের মানুষ। ১৯৭১ এর মে মাসে পাকিস্তানি বাহিনী রাণীশংকৈল থানায় একটি ক্যাম্প স্থাপন করে। তারপর উপজেলার কদমপুর, উত্তরগাঁও, নাথনগর, কাঁঠালডাঙ্গী, টেংরিয়া, ভাতুরিয়া ও রূপসা গ্রামের শত শত বাঙালিকে ধরে এই ক্যাম্পে নিয়ে আসত। ধরে আনাদের ভাণ্ডারা গ্রামের খুনিয়া দীঘির পাড়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করত পাকিস্তানি বাহিনী। এর মধ্যে একবার এখানে ১৮ জন বাঙালিকে একসঙ্গে লাইন করে দাঁড় করে গুলি করে হত্যা করে তারা। পরে তাদের লাশ দীঘিতে ফেলে দেয়।
“কিন্তু দুঃখের বিষয় বধ্যভূমিটি সরকারের নজরে না এসে উল্টো বিক্রি হয়ে গেছে।”