You dont have javascript enabled! Please enable it! 1971.03.30 | বাঙলাদেশ সম্পর্কে চীন নীরব | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সম্পর্কে চীন নীরব

পিকিং, ২৯ মার্চ (ইউএনআই)- বাঙলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে চীনের সংবাদপত্রগুলি সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেছে। এ কয়দিন পিকিংএ পাকিস্তানের কোন খবর নেই। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে অনুরােধ জানান হলে চীনের কুটনীতিকবিদরা বলেন এসব পাি আভ্যন্তরীণ ব্যাপার। চীন অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না।
এতদসত্বেও চীনের কূটনীতিবিদদের মধ্যে যথেষ্ট উদ্বেগ লক্ষ্য করা যায়।
পাকিস্তান চীনের নিকটতম বন্ধু। চীনও নগদ টাকা দিয়ে এবং ব্যাপকভাবে কারিগরি সাহায্য দান করে এই বন্ধুত্বের মর্যাদা রেখেছে। উন্নয়ন প্রকল্প খাতে পিকিং ৩০ কোটি ডলার ঋণ বরাদ্দ করেছে। এ ঋণের কোন সুদ নেই।
চীনের ইঞ্জিনিয়ার ও কারিগরগণ পাকিস্তানে রাস্তা এবং কারখানা নির্মাণের কাজে নিযুক্ত রয়েছে। পাকিস্তানে চীনের মােট অর্থ বিনিয়ােগের একটা বিরাট অংশ পূর্ব বাঙলাতেও ব্যয় করা হয়েছে।

সূত্র: কালান্তর, ৩০.৩.১৯৭১