You dont have javascript enabled! Please enable it! 1969.03.06 | মোহাজেরদের প্রতি শেখ মুজিব : ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৬ই মার্চ ১৯৬৯
মোহাজেরদের প্রতি শেখ মুজিব : ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান

ঢাকা, ৫ই মার্চ।—আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান বৃহত্তর জাতীয় স্বার্থে দেশের বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আজ সকালে তাহার ধানমণ্ডীস্থ বাসভবনের প্রাঙ্গণে সমবেত কয়েক হাজার মোহাজের সমাবেশে বক্তৃতা দিতেছিলেন। উক্ত মোহাজেরগণ তাহাদের সমস্যাবলী শেখ সাহেবকে অবহিত করার জন্য শহরের বিভিন্ন স্থান হইতে মিছিলযোগে তথায় আগমন করেন।
শেখ মুজিব প্রসঙ্গতঃ বলেন যে, তাহার নিকট এই প্রদেশে জন্মগ্রহণকারী লোক ও অন্যস্থান হইতে এখানে পুনৰ্ব্বাসিত ব্যক্তির মধ্যে কোন পার্থক্য নাই। তিনি বলেন, এই প্রদেশে বসবাসকারী সকলেই এখন ‘বাঙালী’ এবং তাহাদেরকে অবশ্যই ঐক্য ও সম্প্রীতি বজায় রাখিয়া পরস্পর ভাই হিসাবে বসবাস করিতে হইবে।
এক সংক্ষিপ্ত ভাষণে আওয়ামী লীগ প্রধান বলেন, বাঙালী, বেলুচ, পাঠান, পশতু, সিন্ধী ও পাঞ্জাবী নির্ব্বিশেষে সকল নিৰ্যাতিত লোকই তাহার নিকট সমান।
শেখ মুজিব দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন যে, যে কোন অঞ্চলের কোন ব্যক্তি কিংবা শ্রেণীবিশেষের বিরুদ্ধে নহে-নির্যাতন, অবিচার ও শোষণের বিরুদ্ধেই তাহার সংগ্রাম পরিচালিত।
তিনি বলেন, যেখানেই নির্যাতন, অবিচার, শোষণ ও অধিকার অস্বীকৃত সেখানেই আমার সংগ্রাম।
তিনি মোহাজেরদের বাঙলা লেখা ও শিখার জন্য এবং এখানে অন্যান্যদের সহিত শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখিয়া বসবাস করার উপদেশ দেন। শেখ সাহেব মোহাজের নেতৃবৃন্দের নিকট হইতে তাহাদের বিভিন্ন সমস্যাবলীর কথা শ্রবণ করেন। -পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯