You dont have javascript enabled! Please enable it!

৩ সেপ্টেম্বর ১৯৭২ঃ ভুখা মিছিল থেকে স্মারকলিপি দিতে গিয়ে মওলানা ভাসানির সেন্ডউইচ কমলা খাওয়া প্রসঙ্গে।

মওলানা ভাসানির সেন্ডউইচ কমলা খাওয়া বিষয়ে কোন জাতীয় পত্রিকায় ব্যাঙ্গ করে কোন প্রতিবেদন প্রকাশ হয়নি। এ বিষয়ে শুধু সংবাদ পত্রিকায় তার খাওয়ার ক্লোজ শট ছাপানো হয়। যেহেতু ইত্তেফাক, বাংলার বানী, দৈনিক বাংলা, মর্নিং নিউজে কোন বেঙ্গাত্তক ক্যাপশন বা ছবি দেয়া হয়নি তাই ভাসানিকে নিয়ে কোন সরকারের কোন খারাপ পরিস্থিতিও সে সময় সৃষ্টি হয়নি। তাই শেখ মুজিবের জেনেভা থেকে সৈয়দ নজরুলকে শাসানো অবান্তর ও বানানো। এবিএম মুসার বইয়ে অসংখ্য চাপাবাজি দ্বারা পরিপূর্ণ। এটি সে রকম চাপাবাজির একটি। বড়জোর খোঁজখবর নেয়া হয়েছিল। বরং রক্ষীবাহিনী ভাসানিকে গার্ড অব অনার দেয়ায় মওলানা খুশী হয়ে কাজী জাফর, মেননদের শাসিয়েছিলেন এ বলে তোরা শুধু রক্ষীবাহিনীর বদনাম করিস আমিতো তাদের ভালো দেখছি।

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!