৫ জানুয়ারী ১৯৭২ঃ তাজউদ্দীন আহমেদ
প্রধানমন্ত্রী তাজ উদ্দিনের সরকারী বাসভবনে সশস্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন জাতিকে সমাজতন্ত্র গনতন্ত্র ধর্মনিরপেক্ষভাবে গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন তার সরকার সব রকমের শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে চান এবং প্রত্যেকটি নাগরিক কে সুখে সাচ্ছন্দে বসবাস ও সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা বিধানের জন্য দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করতে আগ্রহী। তিনি গভীর আশা প্রকাশ করে বলেছেন এ মহৎ লক্ষ্য অর্জনের জন্য দেশের সশস্র বাহিনী তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। দেশের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন সশস্র বাহিনীর সু দৃঢ় সংকল্প ও দেশাত্মবোধ ও দেশের লাখো লাখো সংগ্রামী জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা অর্জন হবে।