You dont have javascript enabled! Please enable it!

৫ জানুয়ারী ১৯৭২ঃ পররাষ্ট্র মন্ত্রীর দিল্লী গমন

পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ দিল্লী রওয়ানা হওয়ার আগে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের জানান পাকিস্তান সরকার আন্তজার্তিক রেডক্রসের প্রতিনিধিকে শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করতে দেয়নি। বাংলাদেশ সরকার আগে আন্তজার্তিক রেডক্রসকে শেখ মুজিবের অবস্থা জানার জন্য বলেছিল। আন্তজার্তিক রেডক্রস বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করতে পাকিস্তান সরকার অনুমতি দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দিল্লী সফরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শেখ মুজিবের মুক্তির জন্য ভারতে অবস্থিত বিদেশী দুতাবাস সমুহকে জড়িত করা। এ ছাড়াও ভারত সরকারের সাথে ব্যবসা সম্পর্কেও আলোচনা করবেন। তিনি বলেন বাংলাদেশ সরকার অপর দেশ সমুহ থেকে স্বীকৃতি ভিক্ষা করবে না। স্বীকৃতি এমনিতেই অর্জন হবে। সচিব এল রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য মোশাররফ হোসেন, পররাষ্ট্র দপ্তরের পরিচালক ফারুক আহমেদ চৌধুরী, বাণিজ্য বিভাগের যুগ্ন সচিব এনাম আহমেদ চৌধুরী, বাসস এর আতাউস সামাদ তার সফর সঙ্গী হিসেবে দিল্লী গিয়েছেন। কলকাতা থেকে হোসেন আলী দিল্লীতে মন্ত্রীর সাথে মিলিত হবেন। ৪ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ রাতে দিল্লীতে পৌঁছেন। দিল্লীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরন সিং বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান। বিমানবন্দরে ডিপি ধর উপস্থিত ছিলেন। বিমানবন্দরে ৮ দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদকে স্বাগত জানান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!