৫ জানুয়ারী ১৯৭২ঃ রোকেয়া হল ছাত্রী সংসদ
রোকেয়া হল ছাত্রী সংসদ হল মিলনায়তনে এক ছাত্রী সভায় বাংলাদেশের পুনর্গঠনে নারী সমাজকে এগিয়ে আসার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন ছাত্রী সংসদের ভিপি আয়েশা খানম। বক্তব্য রাখেন জিএস রাশেদা খানম ও রোকেয়া খানম। সভায় পাক বাহিনীর দ্বারা অগনিত বাঙ্গালী নারী নির্যাতনের জন্য ক্ষোভ প্রকাশ করা হয়। সভা লাঞ্ছিত নারীদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবী জানায়। সভায় বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি পাওয়ার সংবাদে আনন্দ প্রকাশ করা হয়। সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য চীন ও যুক্তরাষ্ট্রের নিন্দা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সমর্থনের জন্য ভারত ও সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পটভূমি আলোচনা করেন।