৫ জানুয়ারী ১৯৭২ঃ দিল্লীতে মোজাফফর আহমদ
ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদ দিল্লীতে ইউএনআই এর সাথে সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ এখন একচেটিয়া পুজিবাদ সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদীদের দালাল কবল মুক্ত হয়েছে। আর এখানেই জাতির শান্তি নিহিত। তিনি বলেন মুক্তিযুদ্ধে মার্কিন ভুমিকা রাজাকারের চোখ খুলে দিয়েছে। তিনি বলেন জাতীয় মুক্তি সংগ্রামে যে সকল দল ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের জনগন তাদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন চায়। তবে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আওয়ামী লীগ সরকার কিভাবে গ্রহন করবেন সেটা সরকার গ্রহন করবেন। তিনি বলেন সরকারের বিরোধিতা না করাটাই এক ধরনের সহযোগিতা। কিন্তু সহযোগিতা হওয়া দরকার আরও দৃঢ় এবং সক্রিয়। তিনি বলেন সিআইএ এর অদৃশ্য হাত এখন জাতির সামনে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।বাংলাদেশে বিধ্বস্ত অর্থনীতির সুযোগ নিয়ে অকাতরে অর্থ ঢেলে তারা বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহলে অনুপ্রবেশের চেষ্টা করবে। তারা এরই মধ্যে ভারতীয় বাহিনীকে দখলদার বাহিনী আখ্যায়িত করা চেষ্টা শুরু করছে।