You dont have javascript enabled! Please enable it! 1972.01.05 | মাহবুব উল্লাহ - সংগ্রামের নোটবুক

৫ জানুয়ারী ১৯৭২ঃ মাহবুব উল্লাহ

বাংলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহবুব উল্লাহ এক বিবৃতিতে বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শর্তহীন মুক্তি দেয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু কবে কোথায় মুক্তি দেয়া হবে তার বিষয়ে কোন সরকারী ব্যাখ্যা না থাকাতে আমরা বিস্মিত হয়েছি। মনে হচ্ছে ভূট্টো তার পুরানো ধাপ্পাবাজির খেলা আবার শুরু করেছেন। বাংলাদেশের সএতন জনগন তার ধাপ্পাবাজীতে বিভ্রান্ত হবেন না। আমি আমার সংগঠনের পক্ষ থেকে ভূট্টোকে তার আগুন নিয়ে খেলা না করার জন্য হুশিয়ার করে দিচ্ছি। তিনি বলেন বঙ্গবন্ধুর মুক্তি নিয়ে খেলা খেললে উপমহাদেশে উত্তেজনা বাড়বে বৈ কমবে না। আমরা অবিলম্বে বঙ্গবন্ধুকে শর্তহীন মুক্তি দিয়ে বাংলার জনগনের কাছে তাকে ফিরিয়ে দেয়ার জন্য ভূট্টোকে আহবান জানাচ্ছি।