You dont have javascript enabled! Please enable it!

৫ জানুয়ারী ১৯৭২ঃ বাঙ্গালী সামরিক কর্মকর্তার পাকিস্তানী গোয়েন্দা বিমান ছিনতাই করে ভারতে পলায়ন।

বাঙ্গালী সামরিক কর্মকর্তা লেঃ হুমায়ুন রেজা একটি হাল্কা পাকিস্তানী গোয়েন্দা বিমান ছিনতাই করে ভারতের পাঞ্জাবের হোসিয়ারপুরে (আদমপুর বিমান ঘাটি) পলায়ন করেছেন। ভারতীয় পুলিশ প্রথমে রেজাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে রেজা নিজেকে বাঙালি বলে পরিচয় দেয় এবং সহযাত্রী পাইলট মেজর কাশেমকে গুলি করে হত্যার কথা স্বীকার করে। পাকিস্তান কতৃপক্ষ বিমান, মেজর কাশেমের মৃতদেহ এবং লেঃ হুমায়ুন রেজাকে পাকিস্তানের কাছে হস্তান্তরের জন্য তাগিদ দিয়েছে। বিদেশী রেডিও এর বরাত দিয়ে পাকিস্তান রেডিও এ সংবাদ প্রচার করে।