৫ জানুয়ারী ১৯৭২ঃ সাত বুদ্ধিজীবীর লাশ উদ্ধার। দাফন ও সৎকার
ঢাকার মিরপুর হরিরামপুর কবরস্থান সংলগ্ন ২টি গর্ত থেকে ৪ তারিখে ৭টি লাশ উদ্ধার হয়। নিহত বুদ্ধিজীবীদের নিকট আত্মীয় স্বজন ৪ তারিখেই কয়েকজন বুদ্ধিজীবীর লাশ সনাক্ত করেছেন তাদের মধ্যে আছেন সন্তোষ ভট্টাচার্য,ডঃ সিরাজুল হক খান, ডঃ ফয়জুল মহী, ডঃ মুর্তজার লাশ। বাকী ৩টি লাশ আজ তাদের স্বজনেরা সনাক্ত করেন। তাদের মধ্যে আছেন অধ্যাপক আনোয়ার পাশা, জনাব রাশিদুল হাসান, ডঃ আবুল খায়ের এর লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬জন মুসলিম বুদ্ধিজীবীর নামাজে জানাজা হয়। জানাজায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এআর মল্লিক সহ বিপুল সংখ্যক লোক অংশ নেয়। বুদ্ধিজীবীদের বিকেল ৩টায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ার সামনে কবর দেয়া হয়। সন্তোষ ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন করা হয় শ্যামপুর শ্মশান ঘাটে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক শোক সভায় মিলিত হয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ এবং হত্যাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী করে।