You dont have javascript enabled! Please enable it! 1972.01.04 | ৪ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তি ঘোষণায় ছাত্র ইউনিয়নের আনন্দ সভা - সংগ্রামের নোটবুক

৪ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তি ঘোষণায় ছাত্র ইউনিয়নের আনন্দ সভা

শেখ মুজিবের মুক্তি ঘোষণায় আনন্দ প্রকাশের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহীদ মিনারে জমায়েতের আয়োজন করে। ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। তিনি বক্তৃতায় বলেন বাংলাদেশের বীর সৈনিকদের অপ্রতিরোধ্য সংগ্রামের ফলে আমরা একটির পর একটি বিজয় লাভ করে চলেছি। ওরা শত অত্যাচার ও নিষ্পেষণের মাধ্যমেও আমাদের নিস্তব্দ করে দিতে পারেনি। ছাত্র ইউনিয়ন সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন আজ আমাদের বিজয়ের দিন জাতির জনক কে আমরা ফিরে পেতে যাচ্ছি একজন দশ জনকে আটক করে গণদাবী স্তব্দ করা যায় না। সমাবেশে চীন মার্কিন পাকিস্তান বিরোধী শ্লোগান দেয়া হয়। বাংলাদেশ কম্যুনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলী এবং ন্যাপ মোজাফফর শেখ মুজিবের মুক্তির সংবাদে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।