৪ জানুয়ারী ১৯৭২ঃ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অস্থায়ী প্রেসিডেন্ট
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত ছাত্রলীগের আলোচনা সভায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন বিপর্যস্ত বাংলাদেশ গড়া ও বাংলার ঘরে ঘরে হাসি ফুটিয়ে তোলার ব্যাপারে ছাত্রলীগের বিশাল দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি বলেন দেশকে হানাদার মুক্ত করার ব্যাপারে ছাত্রলীগের যেরূপ দায়িত্ব ছিল ঠিক একই রুপ দায়িত্ব এখন তাদের উপর বর্তিয়েছে। স্বাধীনতা যুদ্ধের ন্যায় দেশের পুনর্গঠনে ছাত্র ও যুবসমাজের প্রতি এগিয়ে আসার আহবান জানান। স্বাধীনতা যুদ্ধে ছাত্রদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন আজকের দিনে সবচে বেশী প্রয়োজন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা। জাতির সামনে এখন যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সমাধান অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা দ্বারাই তার সমাধান করা যেতে পারে। বিদেশী রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায়েও এই শান্তি শৃঙ্খলা উন্নয়ন একটি শর্ত। বঙ্গবন্ধুর আদর্শে যুব ও ছাত্র সমাজ অনুপ্রানিত দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন বঙ্গবন্ধু ২৪ বছর শোষণ হীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন জেল খেটেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাই এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।