You dont have javascript enabled! Please enable it!

৪ এপ্রিল, ১৯৭১ মুক্তিযোদ্ধা

বিএসএফ এর সাহায্যে মুক্তিযোদ্ধারা ব্রাহ্মনবারিয়ার উজানিসার ব্রিজ এবং গঙ্গাসাগর রেল ব্রিজ ধংশ করেছে। বিএসএফ এই দলের নাম দিয়েছে black shirt force। এই দলের এটি প্রথম অপারেসন। ব্রিগ্রেদিয়ার পাণ্ডের তত্তাবধনে ১০৪ বিএসএফ ব্যাটেলিয়ন এই বাহিনী নিয়ন্ত্রণ করছে।
পাকিস্তান বাহিনী অপ্রত্যাশিতভাবে ফেনী শহরের উপর বিমান আক্রমণ চালায়। এই বিমান হামলায় শহরের বহু বাড়িঘর বিধ্বস্ত হয় ও অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়।
খুলনার গল্লামারিতে বেতার কেন্দ্র দখলের মুক্তিযোদ্ধাদের আক্রমন
সিলেট শহরের টিবি হাসপাতালে অবস্থানরত পাক ঘাঁটির ওপর মুক্তিযোদ্ধারা আক্রমণ চালায়। সংঘর্ষে ব্যাপক ক্ষতি স্বীকার করে পাকবাহিনী ঘাঁটি ছেড়ে শালুটিকর বিমানবন্দরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।