৪ জানুয়ারী ১৯৭২ঃ নারায়ণগঞ্জ ও খুলনায় জগজিৎ সিং অরোরা
ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরা খুলনায় সার্কিট হাউজ ময়দানে তার সন্মানে আয়োজিত সংবর্ধনা সভায় বলেছেন মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর যৌথ প্রয়াসেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি বলেন পাকিস্তানী বাহিনী বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ করেছে তার কিছুটা পুনরুদ্ধার করার জন্যই এখনও বাংলাদেশে ভারতীয় বাহিনী কাজ করে যাচ্ছে। যে সকল শরণার্থী ভারতে চলে গিয়েছিল তাদের ফিরিয়ে এনে পুনর্বাসনে তাদের দায়িত্ব এর মধ্যেও পড়ে। অনুষ্ঠানে তাকে একটি মানপত্র দেয়া হয়। এর আগে হেলিকপ্টার যোগে তিনি খুলনা এসে পৌছলে হাজার হাজার জনতা উৎফুল্ল হয়ে তাকে অভিনন্দন জানায়। অনুষ্ঠানে ভারতের ৯ম ডিভিশনের জিওসি দলবির সিং, স ম বাবর আলী, ডিসি কামাল উদ্দিন সিদ্দিকি উপস্থিত ছিলেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ পরিদর্শন করেন। নারায়ণগঞ্জে তাকে স্বাগত জানান বাণিজ্য মন্ত্রীর সাবেক উপদেষ্টা ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা সারোয়ার। নারায়ণগঞ্জ স্টেডিয়ামে তিনি সেখানকার সরকারী কর্মকর্তা গণ্যমান্য বেক্তিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় আলাপ আলোচনা করেন।
নোটঃ ইতিহাস বিকৃতি সম বাবর আলী এবং অন্যান্য সুত্রে অরোরার এ সংবর্ধনা সভার তারিখ লিখেছে ১৮ ডিসেম্বর। অরোরা ১৮ তারিখ কলকাতায় ছিলেন।