You dont have javascript enabled! Please enable it! আকবর আলি খান (সিএসপি ১৯৬৭) | মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা - সংগ্রামের নোটবুক
মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা (পর্ব ০৬)
আকবর আলি খান (সিএসপি ১৯৬৭)
 
১৯৬৭ সাল ব্যাচের সিএসপি আকবর আলি খান, যিনি মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, পরবর্তীকালে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব এবং তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তিনি তাঁর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মুজিবনগর সরকারে নিজের ভূমিকা ও আনুষঙ্গিক বিষয়ে জানিয়েছেন: “ইতিহাসে অনার্স ও মাস্টার্স করার পর ১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যােগদান করি। ১৯৬৯ সালে এসডিও পদে হবিগঞ্জে যাই। ১৯৭১ সালেও হবিগঞ্জে এসডিও হিসেবে কাজ করি। ‘মুজিবনগর’ সরকারে ছিলাম। সরকার গঠনের আগেই মুজিবনগরের পক্ষে কাজ করতে হয়েছে। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে কাজ করতাম। তৃণমূল থেকে পুরাে প্রশাসন চালাতে হয়েছে। ভারতে যেতে হয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সবার এ ধরনের কাজ করতে হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায়, খসরুজ্জামান চৌধুরী ছিলেন কিশোরগঞ্জে, এইচ টি ইমাম পার্বত্য চট্টগ্রামে। আমরা যারা আগরতলা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম এবং যারা পশ্চিম দিক দিয়ে ভারতে গিয়েছিলেন-এ দুইয়ের মধ্যে কোনাে যােগসূত্র গড়ে ওঠেনি। নূরুল কাদের কলকাতায় একভাবে কাজ করছিলেন, এইচ টি ইমাম আগরতলায় আরেকভাবে কাজ করছিলেন। আস্তে আস্তে এটি সমন্বিত হয়ে সামগ্রিক আকার ধারণ করে। মুক্তিযুদ্ধে অসামরিক প্রশাসন থাকায় সরকার তাড়াতাড়ি কাজ করতে পেরেছে। আমি মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ছিলাম।”৩৮
Reference: মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা