You dont have javascript enabled! Please enable it! 1972.01.03 | ৩ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তির সিদ্ধান্তে পাক নেতাদের প্রতিক্রিয়া - সংগ্রামের নোটবুক

৩ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তির সিদ্ধান্তে পাক নেতাদের প্রতিক্রিয়া

ন্যাশনাল আওয়ামী পার্টির (ওয়ালী) এর সভাপতি খান ওয়ালি খান, সাধারন সম্পাদক মাহমুদুল হক ওসমানী, বেলুচিস্তান ন্যাপ(ওয়ালী)নেতা গাউস বক্স বেজেঞ্জ, কাউন্সিল মুসলিম লীগ নেতা সরদার শওকত হায়াত খান, কনভেনশন মুসলিম লীগ সাধারন সম্পাদক মালিক কাশিম, জমিয়তে উলামা ইসলাম সাধারন সম্পাদক মওলানা মুফতি মাহমুদ, জাস্টিস পার্টি সভাপতি মিয়া মাহজাব বশির, সংস্থাপন মন্ত্রী বিচারপতি কুন্দি শেখ মুজিবের মুক্তির সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন শেখ মুজিব দেশে ফিরে গিয়ে পূর্ব পাকিস্তানকে ভারতীয় দখল হতে মুক্ত করতে সক্ষম হবেন। কেউ কেউ বলেছে এ সিদ্ধান্ত ঐতিহাসিক। মুফতি মাহমুদ মুলতানে বলেছেন এ মুক্তির মাধ্যমে শেখ মুজিবুর রহমান অদুর ভবিষ্যতে এক পাকিস্তানের প্পক্ষে অবস্থান নিতে পারেন। গাউস বক্স বেজেঞ্জ কোয়েটায় বলেছেন সিদ্ধান্তটি ছিল গনতান্ত্রিক। সরদার হায়াত খান লাহোরে বলেছেন শেখ মুজিবুর রহমান একটি আশাবেঞ্জক সিদ্ধান্ত নিতে পারেন।