৩ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তি সংবাদে বাংলাদেশে প্রতিক্রিয়া
রাত ১১ টার দিকে শেখ মুজিবের মুক্তি সংবাদ ঢাকায় জানাজানি হওয়া মাত্র সারাদেশ মিছিলের নগরীতে পরিনত হয়। ঢাকা শহর অনেকদিন পর আবার প্রান ফিরে পায়। মিছিলে পুস্প বর্ষণ করা হয়। বিভিন্ন স্লোগান দেয়া হয়। শহরের বন্ধ মিষ্টি দোকান খোলা হয় এবং মুহূর্তেই মিষ্টি বিক্রি শেষ হয়ে যায়। ছোট ছোট পথ সভা হয়। কেন্দ্রীয় শহীদমিনারেও কয়েকটি ছোট সভা হয়। উপস্থিত জনতা বেগম মুজিবের ধানমণ্ডির ১৮নং সড়কের বাড়ীতে ভিড় করে। বাড়ীর সামনে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন শেখ কামাল, তোফায়েল আহমেদ, নুরে আলম সিদ্দিকি, আব্দুল কুদ্দুস মাখন। দৈনিক পূর্বদেশ এ সংবাদ প্রাপ্তির সাথে সাথেই টেলিগ্রাম প্রকাশ করে। পত্রিকা গুলি পরদিন বিশাল প্রতিবেদন প্রকাশ করে। প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদ প্রথমবারের মত সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণ দেন। ভাষণ প্রচার হয় ১১ টা ৫০ মিনিটে। বন্ধ সম্প্রচার নতুন করে চালু করে ভাষণ প্রচার করা হয়। ভাষণে তিনি বলেন রক্তস্নাত বাঙ্গালীর মুখে হাসি ফুটে উঠুক। আজকের দিনে আমাদের আন্তরিক কামনা আমাদের মহান নেতা ামাদের মাঝে ফিরে আসুক। গভীর রাতে আনন্দ করতে যেয়ে এক মহিলা সহ ১৫ জন আহত হয়। একজনের অবস্থা গুরুতর। মহিলা এবং অপর ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবর্ষণের মাধ্যমেও আনন্দ উচ্ছ্বাস প্রকাশের সময় এ দুর্ঘটনা ঘটে। ১৩ জনকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
নোটঃ বিবিসির এ সংবাদ ছিল অতিরঞ্জিত ফলে সকল পত্রিকা বিশাল প্রতিবেদন প্রকাশ করার পরও তার মুক্তি না হওয়ায় তাদের হতাশ হতে হয়।