You dont have javascript enabled! Please enable it!

৩ জানুয়ারী ১৯৭২ঃ সেনা কর্মকর্তাদের সাথে অস্থায়ী প্রেসিডেন্ট

বঙ্গভবনে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে ঘরোয়া আলোচনায় মিলিত হন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন, বাহিনী প্রধান কর্নেল ওসমানী, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা মোস্তফা সারোয়ার, প্রেসিডেন্ট এর রাজনৈতিক উপদেষ্টা কোরবান আলী উপস্থিত ছিলেন। অস্থায়ী প্রেসিডেন্ট সেনা কর্মকর্তাদের কুশলাদি জিজ্ঞেস করেন। বক্তৃতায় অস্থায়ী প্রেসিডেন্ট বলেন বহু ত্যাগ ও তিতিক্ষার ফলে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য শত্রুরা এখনো তৎপর রয়েছে তাই তিনি সশস্র বাহিনী সদস্যদের সতর্ক করে দেন। তিনি বলেন দেশের মুক্তি ও গনতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আমাদের লাখ লাখ জনসাধারন তাদের জীবন বিসর্জন দিয়েছেন। তিনি বলেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জনসাধারনের সাথে সশস্র বাহিনী সদস্যদের এখন রাখি বন্ধনে আবদ্ধ হতে হবে। তিনি সশস্র বাহিনীর শহীদ সদস্যদের জন্য গভীর শোক প্রকাশ করেন। অস্থায়ী রাষ্ট্রপতি সেনাকর্মকর্তাদের জানান ফৌজি ফাউন্দেশনের পাটকলটি ক্ষতিগ্রস্ত সেনাদের কল্যাণে কাজে লাগানোর জন্য দেয়া হবে। এ লক্ষে সেনা কর্মকর্তাদের নিয়ে একটি বোর্ড হবে। তিনি বলেন পঙ্গু সৈনিকদের পুনর্বাসনে একটি স্কিম গ্রহন করা হবে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চল কম্যান্ড প্রধান লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরা বঙ্গভবনে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এর সাথে দেখা করেছেন।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!