You dont have javascript enabled! Please enable it! ৩ জানুয়ারী ১৯৭২ঃ জহুর আহমেদ চৌধুরী - সংগ্রামের নোটবুক

৩ জানুয়ারী ১৯৭২ঃ জহুর আহমেদ চৌধুরী

শ্রম, সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী এক বিবৃতিতে বলেন যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি সচল করতে অবিলম্বে সকল বন্ধ কলকারখানা ব্যাবসা প্রতিষ্ঠান সমুহ অবিলম্বে চালু করার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন যুদ্ধকালীন অনেক শিল্প কারখানার অনেক যন্ত্রপাতি, মূলধন, পাচার হয়ে গেছে। এসকল প্রতিষ্ঠান সমুহ চালু করার জন্য শ্রমিক মালিক জনসাধারনের এগিয়ে আসতে হবে। ২৫ মার্চের আগে যে সকল কর্মচারীরা যে সকল প্রতিষ্ঠানে নিয়োজিত ছিলেন তারা সেখানেই ফিরে যাবেন তাদের জন্য আপদ কালীন এক মাসের বেতনের ব্যবস্থা করা হয়েছে। তিনি এক বছরের জন্য কারখানায় ধর্মঘট লক আউট না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য মালিক ও শ্রমিক পক্ষের প্রতি আহবান জানান। পরে মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাদের দেখতে যান। তিনি তাদের কুশলাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।