৩ জানুয়ারী ১৯৭২ঃ তাজ উদ্দিনের সাথে ভারতীয় প্রতিনিধিদল
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড প্রধান লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরা প্রধানমন্ত্রী তাজ উদ্দিনের সাথে বঙ্গভবনে দেখা করেছেন। ভারতের মহারাষ্ট্র বাংলাদেশ এইড কমিটির চেয়ারম্যান এসপি হিনায়া এর নেতৃত্ব এ একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তাজ উদ্দিনের সাথে বঙ্গভবনে দেখা করেছেন। তারা প্রধান মন্ত্রীকে ২১০০০ টাকার একটি চেক প্রদান করেন। এই সংগঠনের ভাইস চেয়ারম্যান ভারতের প্রখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রেহমান। সংগঠনের চীফ পেট্রোন মহারাষ্ট্রের গভর্নর নবাব আলী ইয়ার জং (সাবেক নবাব হায়দ্রাবাদ)।