You dont have javascript enabled! Please enable it!

৩ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তির খবর প্রকাশ

পাকিস্তান রেডিও ও বিবিসির উর্দু সার্ভিসের সংবাদে জানা যায় জুলফিকার আলী ভূট্টো শেখ মুজিবকে নিঃশর্ত মুক্তি দিতে রাজি হয়েছেন। তিনি আজ শেখ মুজিবের সাথে দেখা করেছেন। পরে জুলফিকার আলী ভূট্টো করাচীর নিস্তার পার্কের বিশাল জনসভায় শেখ মুজিবকে বিনা শর্তে মুক্তি দেয়ার ইচ্ছা প্রকাশ করেন তার সিদ্ধান্ত জনতা হাত উচিয়ে সমর্থন করেন। তিনি বলেন জনতা আমাকে নিশ্চিন্ত করেছে। জনসভায় তিনি বলেন মুজিবের মুক্তি সারা বিশ্ব এর জনমত। তিনি বিশ্ব জনমতকে সন্মান জানাতে চান। জুলফিকার আলী ভূট্টো আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অনুরূপ স্বদিচ্ছা প্রকাশ করে পাকিস্তানের অধিকৃত এলাকা ছেড়ে দিবেন। তিনি বলেন তিনি রাওয়ালপিন্ডি ফিরে যেয়ে তার মুক্তির পদক্ষেপ নিবেন এবং তার সাথে আলোচনায় মিলিত হবেন। তিনি বলেন তার দেশ ভারতের ১ইঞ্চি ভুমিও দখলে রাখতে চায় না এবং তদ্রুপ ভারতও পাকিস্তানের ভুমি দখলে না রাখুক। তিনি বলেন পাকিস্তান ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে হস্ত প্রসারিত করেছে। তিনি ভারতের জবাবের অপেক্ষায় আছেন ভারত রাজী হলে আগামীকালই তিনি ভারত যেতে রাজী আছেন। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নুরুল আমীন, পাঞ্জাব গভর্নর গোলাম মোস্তফা খার এবং সিন্ধু গভর্নর মমতাজ ভূট্টো।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!