উপজাতি শরণার্থীদের ত্রিপুরায় প্রবেশে বাধা
ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের পক্ষ থেকে সম্পাদক শ্রী অভিরাম দেববর্মা এম.এল.ও নিম্নলিখিত বিবৃতি দিয়েছেন।
‘আমরা জেনে স্তম্ভিত হলাম যে, পাক দস্যুদের আক্রমণ, অগ্নিসংযােগে ও লুণ্ঠনে সর্বশান্ত হয়ে যে সকল চাকমা শরণার্থী রামগড় থেকে শিলাছড়ি ও অমরপুর ঢুকেছেন বি.এস.এফ তাদের উপর জুলুম চালাচ্ছে এবং তাদের প্রবেশে বাধা দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি, উপজাতীয় শরণার্থীদের উপর জুলুমের তদন্ত দাবি করি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার নিশ্চয়তা দাবি করি, শরণার্থীদের শিবিরে স্থান করে দেবার দাবি জানাই।’
সূত্র: দেশের ডাক
০২ জুলাই, ১৯৭১
১৭ আষাঢ়, ১৩৭৮