You dont have javascript enabled! Please enable it!

২ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তি প্রসঙ্গে ভূট্টোর উচ্চ পর্যায়ে সভা ও টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎ।

শেখ মুজিবের মুক্তি নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো তার মন্ত্রিসভার সদস্য দের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন তিনি সেখানে মুজিবের সাথে তার আলাপের বিষয় প্রকাশ করেন। ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিন ৪ প্রদেশের ৪ গভর্নর, ৪ জন মন্ত্রী এবং কয়েকজন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি কয়েকদিনের মধ্যে শেখ মুজিবকে মুক্তি দিচ্ছেন। তিনি বলেন আমি তার কাছ থেকে জোর জবরদস্তী করে বা ভয় দেখিয়ে কোন কিছু আদায় করছি না। পাকিস্তানের দুই অংশের সংখ্যাগরিষ্ঠ নেতাদের মধ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন উভয়ের আলোচনায় একটি শিথিল একটি বেবস্থা বের করার উপায় আলোচনা হয়েছে। অন্তত পাকিস্তানের নামটা থাকুক। নামটা আমাদের হাজার বছরের ঐতিহ্য একে আমরা ফেলে দিতে পারিনা। তিনি বলেন আমরা ভারতের সাথে দীর্ঘদিন শত্রুতা রাখতে চাই না। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রন জানালে তিনি দিল্লী যেতে প্রস্তুত আছেন। তিনি বলেন জেনারেলদের এক নায়কত্তের অভিশাপ তিনি তার দেশকে বইতে দিতে পারেন না। তিনি বলেন পূর্ব পাকিস্তান সমস্যা না মিটা পর্যন্ত তিনি সামরিক শাসন তুলে নিতে চান না।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!