You dont have javascript enabled! Please enable it! 1972.01.02 | ধুপখোলায় ন্যাপ এর জনসভা - সংগ্রামের নোটবুক

২ জানুয়ারী ১৯৭২ঃ ধুপখোলায় ন্যাপ এর জনসভা।

ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর) গেণ্ডারিয়া শাখার উদ্যোগে ধুপ খোলা মাঠে এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বন্ধু রাষ্ট্রের প্রতি আহবান জানানো হয়। সভায় ন্যাপ নেতা মহিউদ্দিন আহমেদ, মতিয়া চৌধুরী এবং আব্দুল হালিম বক্তৃতা করেন। বক্তারা বলে বহু রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতাকে সার্থক করে তুলতে হবে। যতদিন পর্যন্ত বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুখে হাসি না ফুটবে ততদিন আমাদের স্বাধীনতা অপূর্ণ থেকে যাবে। তারা বলেন স্বাধীনতার শত্রুরা এখনো নির্মূল হয়নি। মার্কিন এজেন্টরা দেশের ভিতর গোলযোগ সৃষ্টির জন্য এখনো তৎপর রয়েছে। দেশের ভিতরে যে কোন প্রকার অনৈক্য দেশের শত্রুদের উৎসাহিত করবে। তারা বলেন বঙ্গোপসাগরে মার্কিন নৌ বহরের উপস্থিতি আমাদের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগনের প্রতি আহ্বান জানান।