২ জানুয়ারী ১৯৭২ঃ সৈয়দ নজরুল
ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল বিএন সরকার ও কর্নেল ওসমানী বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সাথে দেখা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আলাপ করেছেন। সৈয়দ নজরুল পরে বক্সিবাজারে শিখ গুরুদুয়ারায় ভারতীয় শিখ সৈন্যদের এক অনুষ্ঠানে বলেন বাংলাদেশে সকল ধর্মের অনুসারীদের পূর্ণ স্বাধীনতা থাকবে। তিনি বলেন বঙ্গবন্ধু ২২ বছর ধরে ধর্মনিরপেক্ষতার পক্ষেই সোচ্চার ছিলেন। ধর্মনিরপেক্ষতার অর্থ কেউ যদি মনে করেন দেশে কোন ধর্ম থাকবে না তাহলে তারা ভুল বুঝেছেন। তিনি বলেন পাক সরকার বিগত সময়ে এ গুরুদুয়ারায় লোকজন আসতে দেয়নি শুনে তিনি দুঃখিত। এটা ছিল ধর্মীয় ব্যাপারে সে সরকারের অসহিষ্ণুতা তিনি বলেন এখন এ সহিষ্ণুতা দূর হয়েছে। শিখ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন গুরু নানক ছিলেন পৃথিবীর মহান বেক্তিদের একজন যিনি মানবতার বানী প্রচার করে গেছেন। তিনি বলেন আগের শাসকরা ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যাবহার করে গিয়েছেন। তিনি বলেন এক ধর্মীয় সম্প্রদায় অন্য ধর্মীয় সম্প্রদায়ের শ্রদ্ধা প্রদর্শনের বিপরীত কোন কার্যক্রম সরকার সহ্য করবে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শিখ সম্প্রদায়ের ভুমিকা স্মরন করে তিনি বলেন বাংলাদেশের জনগনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন আগামী ৯ জানুয়ারী মুজিব দিবসে সকল প্রার্থনা লয়ে বঙ্গবন্ধুর মুক্তি ও স্বাস্থ্য কামনা করে প্রার্থনা করা হবে। এর আগে অস্থায়ী প্রেসিডেন্ট সেখানে পৌছলে ক্যাপ্টেন ভগ সিংহ এবং মিসেস যুগিন্ধর সিংহ তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসলমান হাজির হয়েছিলেন।
নোটঃ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল বিএন সরকার বাংলাদেশের বেসামরিক প্রশাসন দেখভাল করছেন।