You dont have javascript enabled! Please enable it! 1972.01.02 | সিলেট সুনামগঞ্জে আব্দুস সামাদ আজাদ - সংগ্রামের নোটবুক

২ জানুয়ারী ১৯৭২ঃ সিলেট সুনামগঞ্জে আব্দুস সামাদ আজাদ

সিলেট স্টেডিয়ামে এক জনসভায় তিনি বলেন বাংলাদেশ গনতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি অনুসরণ করবে। পুনর্গঠন কাজে জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। বিগত ৯ মাসের যুদ্ধে সিলেট জেলার ক্ষয়ক্ষতি নিরুপনে তিনি সরকারী কর্মচারীদের প্রতি আহবান জানান। সেখান থেকে ফিরে তিনি ভারত সফরে যাবেন। ভারতে তিনি ইন্দিরা গান্ধী পররাষ্ট্র মন্ত্রী সরন সিং সহ কয়েক মন্ত্রীর সাথে বৈঠক করবেন। সকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ একটি হেলিকপ্টার যোগে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ হবিগঞ্জ জেলার ক্ষয়ক্ষতি দেখেন। এক পর্যায়ে তিনি সুনামগঞ্জ অবতরন করলে হাজার হাজার লোক তাকে দেখতে ছুটে আসে এবং মাল্য ভূষিত করে। তিনি সুনামগঞ্জে কয়েকটি শরণার্থী প্রত্যাবর্তন শিবির পরিদর্শন করেন। আজ সন্ধ্যায় ঘোষণা করা হয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ৪ তারিখ দিল্লী সফরে যাচ্ছেন। শেখ মুজিবের মুক্তি প্রক্রিয়ায় অংশ নিতেই তিনি দিল্লি সফর করছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী পর রাষ্ট্রমন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও অল ইন্ডিয়া রেডিওকে সাক্ষাৎকার দিবেন।